| সকাল ৯:০৬ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রিয়ালের কোচ

অন লাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার:

‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ দশা রিয়াল মাদ্রিদের। চলতি মওমুমে কোন শিরোপা না জেতা ইতিমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কোপা দেল রে’ থেকে ছিটকে পড়ার পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা। সামনে আছে একমাত্র স্প্যানিশ লা-লিগা। কিন্তু মওসুমের মাত্র দুই ম্যাচ হাতে রেখে তাদের শিরোপা না জেতা প্রায় নিশ্চিত। এমন দুর্বিষহ অবস্থায় লা-লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তাদের কোচ কার্লো আনচেলত্তি। শনিবার স্প্যানিশ লা-লিগায় তার দল ২-২ গোলে ড্র করে ভ্যালেন্সিয়ার সঙ্গে। ওই ড্র’তেই লা-লিগায় শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে বিরূপ আচরণ করে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আনচেলত্তি। এতে মওসুমের শেষ দুই ম্যাচে এস্পানিওল ও গেটাফের বিপক্ষে ডাগআউটে বসতে পারবেন না তিনি। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে টালেন দিয়ে ফেরার সময় রেফারিদের উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার বাজে মন্তব্য করেন এই ইতালিয়ার কোচ। এছাড়া ম্যাচ চলাকালে সহাকারী রেফারির প্রতিও ঝাঝালো কথা বলেন এই ৫৫ বছর বয়সী। বিষয়টি নিয়ে ওই ম্যাচের প্রধান রেফারি কার্লোস ক্লোস গোমেজ অভিযোগ করার পর লা-লিগা কর্তৃপক্ষ তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে।

সর্বশেষ আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫