| রাত ৩:২৭ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি মুক্তাগাছায় শোকের মাতম

 মুক্তাগাছা প্রতিনিধি, 
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছার মুজাটিতে বইছে শোকের মাতম । সকল সুখের আশায় রাতদিন ক্লিনিকে কাজ করে ছেলের লেখাপড়ার খরচ জোগাতো বাবা শহিদুল ইসলাম। হতভাগ্য ওই বাবা ছেলের মৃত্যুর খবর শুনার পর শোকে পাথর হয়ে গেছেন। মা সেলিনা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। শহরে ছড়িয়ে পড়েছে তার শোকের খবর। তারা মানতে পারছেন না একজন মেধাবী ছাত্রের এ ধরণের মর্মানিত্মক মৃত্যু। উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১০:১৮ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫