| রাত ৯:৪৫ - শুক্রবার - ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১লা রমজান, ১৪৪৪ হিজরি

ত্রিশালে ব্র্যাকের শিশু বিকাশ কেন্দ্রের উদ্বোধন

ত্রিশাল ব্যুরো অফিস,
ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর আওতায় ৩ বছরের শিশুদের জন্য ব্র্যাক শিশু বিকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ত্রিশালের পাঁচপাড়ায় প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জন্য দেশীয় বিভিন্ন উপকরন দিয়ে সাজানো বিনোদন ও শিক্ষামূলক এই কর্মসূচীর উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান শাহীন।
প্রবীন শিক্ষক ও ব্র্যাক শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি একেএম খায়রম্নল আনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরম্নল আলম, সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর কবীর সালিহ, ব্র্যাকের ময়মনসিংহ জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার হাফিজা খানম, ব্র্যাকের শিক্ষা প্রোগামের অর্গানাইজার শেখ মো. জামাল উদ্দিন, ব্র্যাকের উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপক মাহবুব হোসেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, ব্র্যাকের মেলা প্রোগামের এরিয়া ম্যানেজার আশরাফ হোসেন প্রমূখ।  এরপর ইউএনও মাহবুব হাসান শাহীন উপসি’ত শিক্ষার্থীদের সাথে বিনোদনমূলক উপকরন ঘুরে দেখেন এবং শিশুদের সাথে আনন্দ উপভোগ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:১৭ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫