| রাত ৯:০৩ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডিবির ২৪ ঘন্টার অভিযান ঢাকার ব্যবসায়ী অপহরন চক্রের প্রধান গফুর স্যারসহ ৮ সদস্য গ্রেফতার

শাহ আলম উজ্জ্বল,
ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ঢাকার ব্যবসায়ী অপহরন চক্রের প্রধানসহ ৮জন সদস্যকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক জানান ঢাকার বনানী থেকে গত ১৯ এপ্রিল অপহরনকারীরা থাই এন্ড গ্লাসের ব্যবসায়ী বেলাল হোসেন ও আমির হোসেন রুবেলকে অপহরন করে জেলার তারাকান্দা উপজেলায় নিয়ে আসে, অপহরনের দু’দিন পর ১ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপন নিয়ে দুই ব্যবসায়ী ছাড়া পায় বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে অপহৃত আমির হোসেনের ভাই লিটন মিয়া বাদী হয়ে গত ২১ এপ্রিল তারাকান্দা থানায় একটি মামলা নং-১৮(৪)১৫ দায়ের করে।মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস-ান-রের পর গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল ১২ মে ময়মনসিংহ শহরের বড় বাজার থেকে অপহরন চক্রের প্রধান ফারুক হোসেন ওরফে গফুর স্যারকে গ্রেফতার করে।  পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলার ফুলপুর উপজেলার চরকাজিয়া কান্দা গ্রাম থেকে অপহরন চক্রের সদস্য আব্দুল কাদির (৬৫),টিলাটিয়া গ্রামের ফারুক (৪৮) ও ফরহাদ (৩৮),দেউলা গ্রামের সাইফুল ইসলাম (২২), গাজীপুরের হোতাপাড়ার মনিপুর থেকে রূপচাঁন আলী (৩২),আশুলিয়ার জিরাবো কাঠগরা থেকে বাবুল মিয়া (৪০) ও তার স্ত্রী তাহমিনা আক্তার ওরফে লাইলাকে গ্রেফতার করে। অপহরন চক্রের প্রধান প্রধান ফারুক হোসেন ওরফে গফুর স্যারের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাচারী বেলগড়িয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন।  গ্রেফতারকৃতদের কাছ পুলিশ একটি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড এবং থাই এন্ড গ্লাস হাউজের ভিজিটিং কার্ড, চুক্তিনামার ফরম ও ১টি চাকু উদ্ধার করেছে।#

সর্বশেষ আপডেটঃ ৬:১৯ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫