| বিকাল ৫:০৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রেকর্ড মূল্যে বিক্রি পিকাসোর আঁকা ছবি

অন লাইন ডেস্ক, ১৩ মে ২০১৫, বুধবার:

রেকর্ড মূল্যে বিক্রি হল স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ছবি ‘ওমেন অব আলজিয়ার্স’। প্রায় ১৮ কোটি ডলারে বিক্রি হয়েছে ছবিটি, যা একটি বিশ্ব রেকর্ড।

সোমবার (১১ মে) নিউইয়র্কে ‘লুকিং ফরওয়ার্ড টু পাস্ট’ শীর্ষক নিলামটির আয়োজন করা হয়। এতে ৩৪টি ভিন্ন ভিন্ন পণ্য বিক্রি হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একটি পণ্য অবিক্রিত থেকে যায় এই নিলামে।

ওই নিলামে সুইস ভাষ্কর আলবার্তো গিয়াসোমেত্তির তৈরি ‘পয়েন্টিং ম্যান’ ভাষ্কর্যটিও রেকর্ড মূল্যে বিক্রি হয়।

জানা গেছে, পাবলো পিকাসোর ‘ওমেন অব আলজিয়ার্স’ ছবিটি ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়। এছাড়া আলবার্তো গিয়াসোমেত্তির ‘পয়েন্টিং ম্যান’ ভাষ্করটি বিক্রি হয় ১৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার ডলারে।

এর আগে সর্বোচ্চ মূল্যের চিত্রকর্মটির রেকর্ড ছিল ফ্রান্সিস ব্যাকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রেড’য়ের দখলে। ২০১৩ সালে ছবিটি ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়।

ওই নিলামে পাবলো পিকাসোর আরও তিনটি চিত্রকর্ম বিক্রি হয়। এগুলোও যথেষ্ট উঁচু দামে বিক্রি হয় বলে জানা গেছে।
নিলামে বিক্রি হওয়া সেরা দশ পণ্যে পাবলো পিকাসোর চারটি চিত্রকর্ম ছাড়াও রয়েছে আলবার্তো গিয়াসোমেত্তির ‘পয়েন্টিং ম্যান’সহ আরও দুই ভাষ্কর্য।

জানা গেছে, একটা সময় পিকাসোর ‘ওমেন অব আলজিয়ার্স’ মার্কিন সংগ্রাহক ভিক্টর ও স্যালি গ্যানজের সংগ্রহে ছিল। ১৯৫৪-৫৫ সালে পিকাসোর আঁকা ছবিগুলোর অন্যতম এটি।

সর্বশেষ আপডেটঃ ৫:০১ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫