| ভোর ৫:৩৭ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চলে গেলেন মোস্তফা আনোয়ার..

অন লাইন ডেস্ক, ১৩ মে ২০১৫, বুধবার:

চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তফা আনোয়ার। গত ১২ই মে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭। পাকিস্তান বিমান বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত মোস্তফা আনোয়ার চলচ্চিত্র নির্মাণের প্রতি অদম্য ভালবাসায় একসময় তা শুরু করেন। জহির রায়হানের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। তবে তার আগে তিনি ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল ‘ফেরারী’। তার নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জাফর ইকবাল ববিতা চম্পা অভিনীত ‘অবুঝ হৃদয়’। এই চলচ্চিত্রের ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানটি এখনও বেশ শ্রোতাপ্রিয়। তার পরিচালিত ইলিয়াস কাঞ্চন-সুচরিতা অভিনীত ‘আঁখি মিলন’ চলচ্চিত্রের ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি এখনও শ্রোতা-দর্শকের মুখে মুখে ফিরে। মোস্তফা আনোয়ার পরিচালিত আরেকটি বহুল আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজ্জাক, সূচরিতা, ইলিয়াস কাঞ্চন, কাজরী অভিনীত ‘কাজল লতা’। এই চলচ্চিত্রের ‘এই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায়’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়। মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ ছবির মাধ্যমে চম্পার সঙ্গে অভিনয় করে মান্না প্রথম লাইমলাইটে আসেন। ‘পুষ্পমালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, বাংলার মা’সহ ষোলটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেন তিনি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, একজন মেধাবী পরিচালক ছিলেন মোস্তফা আনোয়ার ভাই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি মেধাবী এই মানুষটিকে এতটুকুও মূল্যায়ন করেনি। অত্যন্ত ভাল মনের একজন মানুষ ছিলেন তিনি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার দীর্ঘদিনের সহকারী পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, আমাদের চলচ্চিত্রাঙ্গন একজন গুণী মানুষ, গুণী পরিচালককে নীরবে হারালো। মোস্তফা আনোয়ারের মেয়ের জামাই লিজন (ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ভিডিও এডিটর  হিসেবে কর্মরত) জানান, আজ বাদ জোহর জামালপুরের হাজরাবাড়ীতে পারিবারিক কবরস্থানে জানাজার পর মোস্তফা আনোয়ারকে দাফন করার কথা।

সর্বশেষ আপডেটঃ ৪:৪০ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫