| রাত ৪:৫৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হেরেও ফাইনালে বার্সেলোনা

অন লাইন ডেস্ক, ১৩ মে ২০১৫, বুধবার:

২০১১ সালের পর প্রথমবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠলো বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়েছিল কাতালানরা। কিন্তু গতকাল ফিরতি লেগে বায়ার্নের মাঠে তারা ৩-২ গোলে হেরেছে। কিন্তু দুই লেগে ৫-৩ এগ্রিগেটে ফাইনালের টিকিট কেটেছে লুইস এনরিকের দল। ৬ জুন জার্মানির বার্লিনের ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাস। স্পেন ও ইতালির এ ক্লাব দতু’টি আজ রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে। গতকাল অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচরের সপ্তম মিনিটে স্বাগতিক বায়ার্নকে এগিয়ে দেন বেনাতিয়া। কিন্তু ১৫ ও ২৯ মিনিটে দুই গোল করে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ৫৬ মিনিটে বায়ার্নকে ২-২ গোলে সমতায় ফেরান পোলিশ ফরোয়ার্ড রবার্ত লেওয়ানদস্কি। আর ৭৪ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার টমাস মুলার। কিন্তু এই জয়েও বায়ার্ন ফাইনালে উঠতে পারে নি।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৩ অপরাহ্ণ | মে ১৩, ২০১৫