| সকাল ৮:৪১ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হালুযাঘাট ব্যুরো ঃ হালুয়াঘাটে সাংবাদিকদের উপর মামলা দায়েরের প্রতিবাদ ও তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সকল সাংবাদিকবৃন্দ। হালুয়াঘাটের কয়লা আমদানীকারক সমিতির নেতৃবৃন্দের সাথে হালুয়াঘাটের মটর মালিক সমিতির সদস্য জাফর আলী খানের চলমান দ্বন্দ্বে হালুয়াঘাট ঢাকা রোডে দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকে । এতে বিক্ষুব্ধ হয়ে গত ২৪ এপ্রিল জাফর আলীর জেলা পরিষদ ডাক বাংলোর সামনে দোকানপাট ভেঙ্গে দেয় উত্তেজিত জনতা । এ ঘটনাকে কেন্দ্র করে জাফর আলী খান ময়মনসিংহ প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ জনকে আসামী করে গত ৫ মে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে যেখানে সাংবাদিকদের নাম অন্তর্ভূক্ত করা হয় । এর প্রতিবাদে ১২ মে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মানববন্ধনে সাংবাদিকসহ ও সকল শ্রেণী পেশার লোক স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে । বক্তব্য রাখেন সাংবাদিক শাহ আলম, এম সাইফ জামান, মোঃ হাতেম আলী, বাবুল হোসেন, শুভাশীষ সরকার, মির্জা হুমায়ুন কবির, শ্রমিকলীগ সভাপতি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহাম্মদ প্রমুখ । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসক ও অফিসার ইনচার্জের মাধ্যমে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় ।

সর্বশেষ আপডেটঃ ৮:২৬ অপরাহ্ণ | মে ১২, ২০১৫