| সকাল ৯:৫৯ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বয়স ১৫ বছর হলেই পাবে জাতীয় পরিচয়পত্র

অন লাইন ডেস্ক,  মে ১২, ২০১৫,

 ১৫ থেকে ১৭ বছর বয়সী সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা ২০০০ সালের জানুয়ারি বা তার আগে জন্ম নিয়েছেন তাদের নিবন্ধনের জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করেছে ইসি। এর মধ্যে যাদের বয়স ১৫ থেকে ১৭ তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেয়া হবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ না হলে ভোট দেয়ার যোগ্যতা অর্জন করবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনের কমিশন বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে ইসি সূত্রে জানা যায়।  ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকদের পরিচয় নিবন্ধনের তথ্য সংগ্রহে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এতে ৭২ লাখেরও বেশি নাগরিক নিবন্ধনের আওতায় আসবে।

সর্বশেষ আপডেটঃ ৬:১৬ অপরাহ্ণ | মে ১২, ২০১৫