| সকাল ১০:৪৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নজরুল একাডেমীকে জাতীয়করণের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন, অফিস ঘেরাও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরম্নল ইসলামের বাল্য বিদ্যাপীঠ নজরম্নল একাডেমী (সাবেক দরিরামপুর হাইস্কুল)কে জাতীয়করণের দাবীতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ইউ.এন.ও অফিস ঘেরাও করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানাযায়, আজ মঙ্গলবার দুপুরে কবির বাল্য বিদ্যাপীঠ নজরম্নল একাডেমী (সাবেক দরিরামপুর হাইস্কুল)’র শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়কে জাতীয় করণের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে মানববন্ধন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন প্রকার ফেস্টুন নিয়ে অবরোধে অংশ গ্রহণ করে। পরে শিক্ষার্থীরা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। শিক্ষার্থীরা সেখানে অবস’ান নেয় এবং নিয়ে শিড়্গক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও বিড়্গোভ মিছিল শেষ বক্তব্য রাখেন, নজরম্নল একাডেমীর প্রধান শিড়্গক মেজবাহ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরম্নজ আলী মন্ডল, বিদ্যালয়ের শিড়্গক মীর জাহাঙ্গীর আলম, হারম্ননুর রশিদ প্রমূখ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরম্নজ আলী মন্ডল জানান, জাতীয় কবি কাজী নজরম্নল ইসলামের বাল্য বিদ্যাপীঠ নজরম্নল একাডেমীকে বার বার জাতীয় করণের ঘোষণা দিলেও আজও তা বাসত্মবায়ন হয়নি। ত্রিশালবাসীর প্রাণের দাবী হিসেবে এ বিদ্যালয়টি জাতীয় করণের জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।
নজরম্নল একাডেমীর প্রধান শিড়্গক মেজবাহ উদ্দিন জানান, বিভিন্ন সময়ে সরকার প্রধানেরা এ বিদ্যালয়টিকে জাতীয় করণের ঘোষণা দিয়েছেন। ঘোষণা পর্যনত্মই রয়েছে সীমাবদ্ধ, আমরা এ বিদ্যালয়টি জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবারও স্মারকলিপি প্রদান করেছি। আশাকরি সরকার কবি নজরম্নলের প্রতি সম্মান জানিয়ে তা বাসত্মবায়ন করবেন।

সর্বশেষ আপডেটঃ ৫:১৯ অপরাহ্ণ | মে ১২, ২০১৫