| বিকাল ৩:৫২ - শনিবার - ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ৩রা শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে আন্তর্জাতিক নার্সেস দিবসে র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার, ১২ এপ্রিল, মঙ্গলবার, 
“ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রধান নার্স, পরিবর্তনের ক্ষেত্রে এক অসহায়ক শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন-র্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ময়মনসিংহ নার্সিং ইন্সটিটিউট, এবং স্কাবো নার্সিং ইন্সটিটিউটসহ সকল নার্সদের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে র‌্যালিটি বের হয়ে মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। র‌্যালি শেষে নার্সিং কলেজ অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহ শাখার বি,এন,এ সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মমেক হসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ফসিউর রহমান, এসময় আরো বক্তব্য রাখেন মমেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, মমেক হসপাতালের উপ-পরিচালক ডাঃ তাজুল ইসলাম, মমেক হসপাতালের সহকারী পরিচালক ডাঃ সঞ্জীব কুমার চক্রবর্তী, ডাঃ লক্ষী নারায়ন মজুমদার, ময়ময়নসিংহ নার্সিং কলেজ অধ্যক্ষ মিসেস মনোয়ারা খাতুন, মমেক হাসপাতালের সেবা তত্বাবধায়ক মিসেস নাজরানা বেগম, নার্সেস এসোসিয়েশন ময়মনসিংহ শাখার বি,এন,এ সাধারন সম্পাদক নাজমা খাতুন, মমেক হসপাতালের ষ্টাফনার্স, আই, সি, ইউ, ওয়ার্ড ইনচার্জ শাজেদুল আলম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৩ অপরাহ্ণ | মে ১২, ২০১৫