| বিকাল ৫:৫৪ - বৃহস্পতিবার - ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

অনুমতি না নিয়ে কারিনার নাম ব্যবহার

অন লাইন ডেস্ক, ১২ মে ২০১৫, মঙ্গলবার:

ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর এই ব্যস্ততার মাঝেই এক সমস্যায় পড়তে হয়েছে তাকে।

সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, কারিনার অনুমতি না নিয়েই এক ওষুধ কোম্পানি ওজন কমানোর ওষুধের ভিডিও বিজ্ঞাপনে কারিনার নাম ব্যবহার করেছে। আর এতে বেজায় চটেছেন বলিউডের এ অভিনেত্রী।

ওই ভিডিওতে আরও দেখানো হয়েছে কারিনা কাপুর তাদের ওই ওষুধ ব্যবহার করে ১৩ কেজি ওজন কমিয়েছেন। আর এই বিষটি মোটেও ভালো লাগেনি ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর এবং তিনি এও জানান ওই কোম্পানির সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন না।

অন্যদিকে কারিনার দলের সদস্যরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কারিনার অনুমতি না নিয়ে তার নাম ব্যবহার করায় ওই কোম্পানিকে ২০ কোটি রুপি জরিমানা করেছে আদালত।

সর্বশেষ আপডেটঃ ৪:৪১ অপরাহ্ণ | মে ১২, ২০১৫