| রাত ৮:৩৪ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্যবসায়ী অপহরণ-মুক্তিপন আদায় চক্রের মূল হোতা ও নারীসহ গ্রেপ্তার- ৮

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার ব্যবসায়ী অপহরণ-মুক্তিপন আদায় চক্রের মূল হোতা ও নারীসহ ৮ জনকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ফুলপুর উপজেলার দিউ গ্রামের সাইফুল (৪০), তিলাটিয়া গ্রামের ফরহাদ (৩৮), ফারুক (৪৫), আশি পাঁচকাহনিয়া গ্রামের আব্দুল কাদির (৬৫), বাহাদুরপুর গ্রামরে সাইফুল (৪০), বাবুল (৪৫) ও বাবুলের স্ত্রী লায়লা (৩০) এবং নওগা জেলার বেদগুড়িয়া গ্রামের ফারুক (৩২)। জানা গেছে, অপহরণকারীরা ১৯ এপ্রিল ঢাকার মিরপুর-১নং এলাকার বাসিন্দা ও বনানীর চেয়ারম্যান পাড়ার এম.এ মান্নান থাই গ্লাস এন্ড এ্যালমোনিয়াম নামক দোকান মালিক আব্দুল মান্নানের পুত্র ব্যবসায়ী বেলাল হোসেন (৩২) ও দোকানের মিস্ত্রী আমির হোসেন (২৩) কে অপহরণকারীরা কন্টাকশনের বিল্ডিং এর থাই গ্লাসের কাজ দেওয়া কথা বলে কৌশলে মোবাইল ফোনে ময়মনসিংহের তারাকান্দায় নিয়ে আসে এবং কলেজ রোড শামুরা মঞ্জিল নামক এক বাড়ীতে আটক করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত ব্যবসায়ীর বড় ভাই মিজানুর রহমান লিটন বাদী হয়ে তারাকান্দা থানায় গত ২১ এপ্রিল অপহরণ-মুক্তিপন আদায় ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৫ অপরাহ্ণ | মে ১২, ২০১৫