| রাত ১২:৩০ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বরুণকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন শ্রদ্ধা !

অন লাইন ডেস্ক, ১২ মে ২০১৫, মঙ্গলবার:

আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধ‍া কাপুরের সম্পর্ক নিয়ে যখন বলিউডে চলছে জল্পনা-কল্পনা, তখন সকলকে চমকে দিয়ে তিনি বললেন, আদিত্য নয় বরং বরুণ ধাওয়ানকেই ভালো লাগত তার। একবার বরুণকে প্রস্তাব করেছিলেন তিনি।

‘এবিসিডি’-ডান্স সিক্যুয়েলে রেমোর নতুন ছবি ‘এবিসিডি টু’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৯ জুন। এ ছবির জন্য এক রোমন্টিক গানের শুটিং করতে করতে অতীতের কথা মনে পড়ে গিয়েছিলো শ্রদ্ধার। ফিরে গিয়েছিলেন তার আট বছর বয়সের এক ঘটনায়। শ্রদ্ধার বাবা শক্তি কাপুর আর বরুণের বাবা ডেভিড ধাওয়ান অনেক ছবিতেই একসঙ্গে কাজ করতেন। ছোট্ট বরুণ-শ্রদ্ধা বাবার সঙ্গে সেটে যেতেন। সেখানে বরুণকে দেখে এত ভালো লাগে শ্রদ্ধার যে, সেই ছোট বয়সেই ভেবেছিলেন, বরুণকে ‘আই লাভ ইউ’ বলবেন বলেও ফেললেন।

কিন্তু সে বয়সে বরুণ ভালোবাসার কিছুই বোঝে না। পরে তাই যখন শ্রদ্ধা জিজ্ঞেস করেছিলেন, বরুণ শ্রদ্ধাকে ভালোবাসেন কি না, বরুণ বলেছিলেন-‘না’। আর বলেই এক দৌড়ে শ্রদ্ধার সামনে থেকে চলে গিয়েছিলেন লাজুক বরুণ।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘এবিসিডি’-তে প্রভুদেবার নাচে জমেছিল দর্শক। আগামী ছবি ‘এবিসিডি টু’-র জন্য শ্রদ্ধা-বরুণ নাচের প্রশিক্ষণ ডান্স মাস্টার প্রভুদেবার থেকেই নিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৬ অপরাহ্ণ | মে ১২, ২০১৫