| রাত ৩:০৬ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা..

অন লাইন ডেস্ক, ১২ মে ২০১৫, মঙ্গলবার:

চিলিতে অনুষ্ঠিতব্য ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে ১৫তম শিরোপা জয়ের মিশনে নামবে আলবিসেলেস্তেরা। ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ১ জুন পর্যন্ত।

আগামী ৫ জুন আর্জেন্টিনা দলের চিলি সীমান্তে অবস্থিত সান হুয়ানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে শেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

‘বি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, মারিনো আন্দুজার ও অগাস্টিন মার্চেসিন।

ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফাকুন্দো রনকাগলিয়া, এজেকুয়েল গ্যারাই, মার্টিন দেমিচেলিস, নিকোলাস ওটামেন্ডি, ফেদেরিকো ফানার্ন্দেজ, মার্কোস রোহো, মিল্টন কাস্কো ও লুকাস ওরবান।

মিডফিল্ডার: হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, এবার বানেগা, রবার্তো পেরেইরা, ফার্নান্দো গ্যাগো, অ্যাঞ্জেল ডি মারিয়া, ফেদেরিকো মানকুয়েল্লো, ম্যাক্সি রদ্রিগেজ, এনজো পেরেজ, এরিক লামেলা ও হাভিয়ের পাস্তোরে।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস গাইতান, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, এজেকুলেল লাভেজ্জি ও গঞ্জালো হিগুয়েইন।

উল্লেখ্য, ১১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলির মুখোমুখি হবে ইকুয়েডর। গ্রুপ পর্বের ম্যাচে ১৩ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিনদিন পর উরুগুয়ে ও ২০ জুন শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের চ্যাম্পিয়নরা।

সর্বশেষ আপডেটঃ ৪:২৪ অপরাহ্ণ | মে ১২, ২০১৫