| সকাল ৯:৪৯ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আগামী ১ জুন বাজেট অধিবেশন শুরু

অন লাইন ডেস্ক,  ১১ মে ২০১৫,   দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ ও বাজেট অধিবেশন আগামী ১ জুন সোমবার বিকাল ৪টায় শুরু হবে। আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়।
বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘন্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দল মিলিয়ে মোট ২৩৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশ গ্রহণ করেন।
পঞ্চম অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১১টি। এর মধ্যে ৮টি সরকারি বিল পাস হয়। (বাসস) :

সর্বশেষ আপডেটঃ ৯:৩৯ অপরাহ্ণ | মে ১১, ২০১৫