| রাত ২:১৬ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জিম্বাবুয়ের জন্যে ৩ হাজার সিকিউরিটি গার্ড !

প্রথমবারের মত গত ছয় বছরের ভেতর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। জিম্বাবুয়ে ক্রিকেট দল এ মাসেই পাকিস্তান সফর করবে। সফরকালে জিম্বাবুয়ে দল তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের সাথে।

এরই মধ্যে জিম্বাবুয়ের জন্যে সব রকমের নিরাপত্তা নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সরকারি অতিথিশালায় থাকতে দেয়া হবে জিম্বাবুয়ে দলকে। এবার জিম্বাবুয়ে দলের নিরাপত্তার জন্যে ৩ হাজার সিকিউরিটি গার্ড মোতায়েন করছে পাকিস্তান। শুধু তাই নয়! এই তিন হাজার সিকিউরিটি ১০০টি গাড়ি নিয়ে সার্বক্ষনিক টহল দিয়ে যাবে পুরো লাহোর শহর। ১৯ তারিখে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | মে ১১, ২০১৫