| সকাল ৮:৫১ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের নীতিগত অনুমোদন

অন লাইন ডেস্ক | ১০  মে ২০১৫, রোববার,:

রবীন্দ্র বিশ্বাবিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৫’র খসড়া আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধিত) এ্যাক্ট-২০১৫’র খসড়ার আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমাবর (১১ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি-বিজড়িত সিরাজগঞ্জের শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ আপডেটঃ ৪:২০ অপরাহ্ণ | মে ১১, ২০১৫