| সকাল ১১:৫৯ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

না ফেরার দেশে চলে গেলেন সায়েম সাদাত

অনলাইন ডেস্ক, ১১ মে ২০১৫, সোমবার:

না ফেরার দেশে চলে গলেন  টিভি পর্দার তরুণ অভিনেতা সায়েম সাদাত । ১১ই মে মধ্যরাত ৩টার দিকে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে শেওড়াপাড়ার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে তাকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই সায়েমের লাশ দাফন করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন তিনি। স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন সায়েম। গেল ঈদে এয়ারটেল নিবেদিত ‘ভিটামিন টি’ টেলিফিল্ম-এ অভিনয় করেছেন তিনি। এছাড়া এর আগে এয়ারটেলের ‘ভালোবাসা ১০১’ নাটকেও কাজ করেছেন। তবে সর্বশেষ রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিকে কাজ করছিলেন সায়েম। এর পুরো কাজ শেষ না হতেই না ফেরার দেশে চলে গেছেন ২৭ বছর বয়সী এ অভিনেতা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সায়েম। অভিনয়ের পাশাপাশি ইভেন্ট প্ল্যানার হিসেবেও কাজ করতেন তিনি। মৃত্যুর সময় মা বাবা বোন ও নববধূসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন সায়েম।

সর্বশেষ আপডেটঃ ৪:২৩ অপরাহ্ণ | মে ১১, ২০১৫