| রাত ১১:২৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফের স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোটে ক্যামেরনের ‘না’

অনলাইন ডেস্ক, ১১ মে ২০১৫, সোমবার:

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে আরেকটি গণভোট আয়োজনের অনুমোদন দিচ্ছেন না। সদ্য-সমাপ্ত বৃটিশ নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে থাকা রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ক্ষমতাধর লেবার পার্টিকে ধসিয়ে দিয়ে ৫৯টির মধ্যে ৫৬টি আসনেই জয় পায়। ফলে, জোর জল্পনা-কল্পনা ও গুঞ্জনের মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে আরও একবার জোর দাবি ওঠে। তবে ক্যামেরন সরাসরিই বলেছেন, আরেকটি গণভোট অনুষ্ঠিত হবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চ্যানেল ফোর নিউজকে দেয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, আমরা একটি গণভোটের আয়োজন করেছিলাম। যুক্তরাজ্যে থাকার পক্ষে স্কটল্যান্ড জোরালোভাবেই ভোট প্রয়োগ করেছে। অবশ্য, বিদ্যমান একটি পরিকল্পনার অধীনে স্কটল্যান্ডকে আরও ক্ষমতা প্রদানের বিষয়টি নিশ্চিত করবেন বলে মন্তব্য করেন তিনি। কাছাকাছি কোন সময়ে স্কটল্যান্ট স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের অনুমোদনের বিষয়টি নাকচ করে দেন বৃটিশ প্রধানমন্ত্রী। গত সপ্তাহে বিস্ময়ের জন্ম দিয়ে ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় অর্জন করে। বৃটেনের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হন ক্যামেরন। দীর্ঘ ও বিভক্ত এক প্রচারণার পর ২০১৪ সালের সেপ্টেম্বরে আয়োজিত গণভোটে ৫৫-৪৫ ভোটে যুক্তরাজ্য স্বাধীন হওয়ার বিপক্ষে অবস্থান নেয় স্কটল্যান্ড। গত সপ্তাহে এসএনপি ক্ষমতাধর লেবার পার্টিকে নিশ্চিহ্ন করে দিয়ে যে সাফল্য দেখিয়েছে, তাতে নতুন করে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজনের জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। তবে এবার আর তাতে সাড়া দিলেন না ক্যামেরন। বৃটিশ জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের সঙ্গে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবির কোন সংশ্লিষ্টতা নেই, সেটাই যেন স্পষ্ট করলেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৩:৫১ অপরাহ্ণ | মে ১১, ২০১৫