| সন্ধ্যা ৭:০৭ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোপার আশা ছেড়ে দিয়েছে রিয়ালের খেলোয়াড়রা

অনলাইন ডেস্ক, ১১ মে ২০১৫, সোমবার:

স্প্যানিশ লা-লিগায় চলতি মওসুমে ২ ম্যাচে হাতে রেখেই শিরোপার আশা ছেড়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। দলের অন্যতম ডিফেন্ডার দানি কারভাহালই জানালেন এমন কথা। চলতি মওসুমে ৩৬ ম্যাচের আগ পর্যন্তও শিরোপার আশা করছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সর্বশেষ ম্যাচের পর তাদের আশার গুড়ে বালি পড়েছে। একই দিনে ভিন্ন চিত্র দেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজেদেরর মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনার। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। এতে মওসুমে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপার লড়াই প্রায় শেষ। বার্সেলোনা শিরোপা জয়ের পথে। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান এখনÑ৪। ৩৬ ম্যাচে বার্সেলোনার ৯০ ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬। পরের দুই ম্যাচে বার্সেলোনা হারলে আর রিয়াল জিতলেই কেবল রিয়াল শিরোপা জিতবে। কিন্তু এমন কঠিন সমীকরণ বাস্তবে হওয়া প্রায় অসম্ভব। সামনের দুই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা দেপোর্তিভো লা-করুনাকে হারালেই এই মওসুমে শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। এমন কঠিন সমীকরণ সামনে রেখে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের আশা ছেড়ে দেয়া উচিৎ বলে মনে করেন দলের অন্যতম ডিফেন্ডার দানি কারভাহাল। তিনি বলেন, ‘ঘরের মাঠেও আমরা ভাল খেলিনি। আর এ জন্য এই মওসুমে লীগ শিরোপাকে আমাদের ‘গুডবাই’ বলা উচিৎ। আমরা শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলোÑ সেটা হচ্ছে না। তারপরও আমরা সামনের দুই ম্যাচই জিততে চাই।’ অন্যদিকে শিরোপার আশা দখেছেন না রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও। ইতালিয়ান এ কোচ বলেন, ‘সামনের দুই ম্যাচ আমরা জিততে চাই।’ আর শিরোপা জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘শেষ ম্যাচের ফলে আমি হতাশ। তবে সামনের দিতে এগুতে চাই। কিন্তু বিষয়টি এখন (শিরোপা জয়) অনেক কঠিন।’

সর্বশেষ আপডেটঃ ১:২১ অপরাহ্ণ | মে ১১, ২০১৫