| রাত ৯:২০ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনন্তের মানহানির মামলা

অনলাইন ডেস্ক, ১১ মে ২০১৫, সোমবার:

সময়ের আলোচিত নায়ক প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের পরিচালনায় নির্মিতব্য নতুন ছবি ‘দ্য স্পাই’-এর লেখক দাবি করে অনন্ত জলিলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হবিগঞ্জের মাধ্যমিক স্কুলের শিক্ষক ও লেখক উজ্জ্বল। তিনি জজকোর্টের অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলামের মাধ্যমে অনন্ত জলিলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশ পেয়ে বিস্মিত অনন্ত জলিল। তিনি বলেছেন, ‘দ্য স্পাই’ অগ্রযাত্রার মহানায়ক চলচ্চিত্রের গল্প লেখার কাজ এখনও সমাপ্ত হয়নি। অনন্ত জলিলের মূল ভাবনায় ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ নিয়ে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার ছটকু আহম্মেদ। তিনি বলেন, নোটিশ প্রেরক আমার বা মনসুন ফিল্মের পরিচিত কেউ নন, বা এর পূর্বে কখনোই কারও সঙ্গে ছবির গল্প নিয়ে কোন আলোচনা হয়নি। তা ছাড়া যেখানে ছবির গল্প লেখা এখনও শেষই হয়নি, সেখানে একজন স্কুলশিক্ষক কিভাবে দাবি করেন ছবির কাহিনীটি তার। লিগ্যাল নোটিশও পাঠান কেমন করে। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অনন্ত জলিল। এ বিষয়ে ‘দ্য স্পাই’ ছবির কাহিনীকার ছটকু আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার কাছে নিতান্তই হাস্যকর মনে হয়েছে। কারণ, ‘দ্য স্পাই’ ছবির গল্প নিয়ে আমি এবং অনন্ত জলিল দীর্ঘদিন ধরে কাজ করছি। তিনি বলেন, অনন্ত জলিল সব সময় একজন ফুল পারফেকশনিস্ট পার্সন। যার কারণে তার প্রতিটি কাজ সময় নিয়ে খুব সুচারুভাবে সম্পন্ন করতে হয়। ছটকু আহম্মেদ বলেন, ‘দ্য স্পাই’ ছবির গল্পের মূল ভাবনা অনন্ত জলিলের এবং এর কাহিনী চিত্রনাট্য ও সংলাপের কাজ আমি করছি। ছবির গল্প লেখার কাজ এখনও সম্পন্ন হয়নি। অথচ অপরিচিত একজন লোক দাবি করছেন চলচ্চিত্রের গল্পটি তার। এই দাবি সম্পূর্ণ অযৌক্তিকই নয়, উদ্দেশ্যপ্রণোদিতও বলে আমার মনে হচ্ছে। ছটকু আহমেদ বলেন, পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মাধ্যমে লেখক দাবিকারী অনন্ত জলিলের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের সম্মানহানি করেছেন। তার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। অনন্ত জলিল বলেন, খুব শিগগিরই ‘দ্য স্পাই’ চলচ্চিত্রের জন্য দেশব্যাপী অডিশনের মাধ্যমে ট্যালেন্টহান্ট কার্যক্রম মনসুন ফিল্মস করতে চলেছে। কয়েক দিনের মধ্যে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এ কার্যক্রমের মধ্য দিয়ে খুঁজে নেয়া ১১ জন নতুন মুখ সুযোগ পাবেন অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে ‘দ্য স্পাই’ ছবিতে কাজ করার। ফলে এ ছবির কাজ শুরু করতে আরও কয়েক মাস সময় লাগবে। অথচ চেনা নেই জানা নেই একজন ব্যক্তি নিজেকে ‘দ্য স্পাই’ ছবির লেখক দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আমি ওই লিগ্যাল নোটিশের জবাব দেবো এবং নোটিশ প্রদানকারী ব্যক্তির উদ্দেশ্য খুঁজে বের করে সে যদি তার দাবি প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে পাল্টা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং মানহানির মামলা করবো।

সর্বশেষ আপডেটঃ ১২:১৯ অপরাহ্ণ | মে ১১, ২০১৫