| সকাল ৬:০৯ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহজালালে সোয়া ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আবদুল জলিল (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা বিমাবন্দরে অবতরণ করলে সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. আল আমিন  এ তথ্য নিশ্চিত করে জানান, আবদুল জলিল কুয়ালালামপুর থেকে উড়ে এসে ঢাকায় অবতরণের পর তার লাগেজ স্ক্যানিংয়ে দিলে সেখানে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর তাকে আটক করেন কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তারা।

পরে জলিলের লাগেজ তল্লাশি চালিয়ে সেটার ভেতরে গাড়ির একটি যন্ত্রে কার্বন দিয়ে মোড়ানো পাঁচ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার জানান, আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ আপডেটঃ ১১:৫৪ পূর্বাহ্ণ | মে ১১, ২০১৫