মুক্তাগাছায় চাচার কামড়ে ভাতিজা নিহত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি,
শহরের পাড়াটঙ্গী এলাকায় চাচার কামড়ে হেদায়াতুল্লাহ নামে এক মাদ্রাসা ছাত্র হেদায়াতুল্লাহ (১৬) নিহত হয়েছে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ময়মনসিংহ বড় মসজিদ ফয়জুর রহমান (রঃ) জামিয়া হাফিজিয়া মাদ্রাসায় শোকের ছায়া নেমে আসে।
শহরের দরিচারআনী বাজার এলাকার আকন্দ বস্ত্র বিতানের মালিক ও পাড়াটঙ্গীর বাছির উদ্দিন আকন্দের ছেলে মাদ্রাসার ছাত্র হেদায়াতুল্লাহ কয়েকদিন আগে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুষ্টিয়ায় বেড়াতে যায়। শনিবার দুপুরে তার আপন চাচা সাইফুল ইসলাম আকন্দের সাথে হেদায়াতুল্লাহর পারিবারীক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় চাচা সাইফুল ইসলাম ভাতিজা হেদায়াতুল্লাহকে কামড়িয়ে আহত করে। ওই দিনই তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন- থানায় মামলা হয়নি।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।