| রাত ৯:১৫ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ জিলা স্কুলে নতুন আধুনিক শ্রেণীকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে : রওশন এরশাদ

অন লাইন ডেস্ক | ১০  মে ২০১৫, রোববার,
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন ১৬২ বছর পূর্বে প্রতিষ্ঠিত জরাজীর্ণ ময়মনসিংহ জিলা স্কুল ভবনের পাশাপাশি নতুন আধুনিক শ্রেণীকক্ষের জন্য ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের ক্লাসরুমের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ক্লাস রুম বৃদ্ধি হলে আরো বেশী সংখ্যক ছাত্র ভর্তির সুযোগ পাবে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়। জিলা স্কুলের যাবতীয় সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে বেগম রওশন এরশাদ এমপি আশ্বাস দেন।
শিক্ষার্থীদের বেশী করে পাঠ্য বই পড়ার আহবান জানিয়ে বেগম রওশন এরশাদ এমপি আরো বলেন জ্ঞান চর্চা পাশাপাশি উত্তম আচার-আচরণ, আদর্শ চরিত্র গঠন করতে হবে।
শনিবার দুপুরে ময়মনসিংহ জিলা স্কুল মাঠে স্কুলের কৃতিছাত্র সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে বেগম রওশন এরশাদ এমপি এসব কথা বলেন।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, জেলা প্রশাসক মুক্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম ফজলুল হক প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | মে ১০, ২০১৫