| সকাল ৯:৫২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল ওয়ার্ল্ড ভিশন এডিপির “গ্লোবাল উইক অব এ্যাকশান-২০১৫” উদযাপন

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ একসাথে আমরা প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু নির্মূল করতে পারি-এই লক্ষ্যকে সামনে রেখে এবং “কিছুতেই থামবো না বিষয়কে প্রতিপাদ্য করে নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৪-১১ মে, ২০১৫ পর্যনত্ম “গেস্নাবাল উইক অব এ্যাকশান-২০১৫” উদযাপন করছে। প্রতিরোধ যোগ্য রোগে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু নির্মূল করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। এডিপি নান্দাইল এলাকার অনত্মত ৭৫,০০০ জনগনকে এ বিষয়ে সচেতন করার লড়্গ্য নিয়ে এ সপ্তাহটি উদযাপন করছে। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে আলোচনা, সভা-সমাবেশ, স্কুল ভিত্তিক সচেতনতা মূলক কার্যক্রম, ফুটবল খেলা, মানব বন্ধন, মাইকিং ইত্যাদি। নান্দাইল এলাকার সর্বসত্মরের জনগন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহানুর আলম, অন্যান্য সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীর সতর্স্ফূত অংশগ্রহনে এই সচেতনতা মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাসত্মবায়িত হচ্ছে। নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পড়্গ থেকে উক্ত কার্যক্রম সুষ্ঠভাবে বাসত্মবায়নের জন্য সমন্বয় সাধন করছেন নান্দাইল এডিপির ম্যানেজার জনাব অনিল চিসিম, প্রোগ্রাম অফিসার সুব্রত পাল এবং স্বপন ডেভিড সাহা।#

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | মে ১০, ২০১৫