| রাত ২:০২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মন চুরি হল পাওলি দামের

অনলাইন ডেস্ক |১০ মে ২০১৫, রবিবার:

কয়েকদিন আগেই মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলা ও হিন্দি ছবির কৃষ্ণকলি পাওলি দাম জানিয়েছিলেন তিনি মোটেই সিঙ্গেল নন। তবে তার সেই সম্পর্কের মানুষটি কে তা তিনি জানান নি। এবার সেটিই জানা গেছে। ‘মনের মানুষ’-এর হাত ধরে সোজা ‘বেডরুম’-এ পৌঁছে যাওয়া পাওলি এত দিনে তার ‘মনের মানুষ’-এর খোঁজ পেয়েছেন। আর সেই মানুষ, যিনি তার মনটি চুরি করতে পেরেছেন তিনি হলেন গুয়াহাটির এক রেস্তোঁরা মালিক। তার নাম অর্জুন দেব। পাওলি অভিনীত ‘পারাপার’ মুক্তি পাওয়ার পর এক অনুষ্ঠানে আলাপ হয়েছিল অর্জুনের সঙ্গে। প্রথম সাক্ষাতের সেই ভাললাগা ‘ভালবাসা’ হয়ে উঠতে বেশি সময় নেয়নি। প্রকাশ্যে কিছু না বললেও পাওলির  হোয়াট্সঅ্যাপ  প্রোফাইলে দু’জনের ছবি অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়েছে। প্রবাসী বাঙালি অর্জুন পড়াশোনার জন্য কিছু দিন সান ফ্রানসিস্কোতে ছিলেন। এখন মাসে অন্তত একবার কলকাতায় তাকে আসতেই হয় পাওলির জন্য। পাওলিও চরম ব্যস্ততার মাঝে সময় বের করেন তার মনের মানুষের জন্য। আগামী  ৩০শে মে অর্জুনের জন্মদিন। সেই দিনটিকে কেমনভাবে পালন করবেন তাই নিয়েই এখন পাওলির যত ভাবনা।

সর্বশেষ আপডেটঃ ৪:২৮ অপরাহ্ণ | মে ১০, ২০১৫