| সকাল ৯:৫৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সোমবার দেশে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল

অনলাইন ডেস্ক |১০ মে ২০১৫, রবিবার:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শেষ হওয়ায় আগামীকাল সোমবার দেশে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার দুপুর দেড়’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে চড়ে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবে পাকিস্তান দল।

পাকিস্তান ক্রিকেট দলের লিয়াঁজো অফিসার ফাহিম মুনতাসির সুমিত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে গত মাসের ১৩ এপ্রিল প্রায় এক মাসের সফরে ঢাকা আসে পাকিস্তান দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে দিয়ে শুরু হয় দু’দলের লড়াই। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ তে ধবলধোলাই হয় সফরকারী দলটি। এর পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতেও টাইগারদের কাছে হার মানে তারা।

খুলনায় অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে এগিয়ে থেকেও জয় পায়নি পাকিস্তান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটিং দৃঢ়তায় ‘ড্র’ হয় টেস্ট ম্যাচটি।

তবে মিরপুরে শেষ টেস্ট জিতে নিয়ে বাংলাদেশ সফরে একমাত্র জয়টি পায় মিসবাহবাহিনী। তাইতো, টেস্ট সিরিজ জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরছে তারা।

সর্বশেষ আপডেটঃ ৪:২০ অপরাহ্ণ | মে ১০, ২০১৫