| রাত ১১:৩৭ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চীনে দেয়াল ধসে নিহত ১০

অনলাইন ডেস্ক |১০ মে ২০১৫, রবিবার:

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে একটি নির্মাণাধীন দেয়াল ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

রোববার (১০ মে) প্রদেশটির ল্যানলিং মিউনিসিপ্যালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় একটি ট্রান্সপোর্টেশন কোম্পানির মাঠে নির্মাণাধীন দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও চারজন। এছাড়া, একই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনজন।

স্থানীয় পুলিশ এ দুর্ঘটনার তদন্ত করছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:১২ অপরাহ্ণ | মে ১০, ২০১৫