| সকাল ৯:৫২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘স্থলসীমান্ত চুক্তি বিল শান্তিপূণভাবে বাস্তবায়ন হবে-পঙ্কজ শরণ

কুড়িগ্রাম: ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ‘স্থলসীমান্ত চুক্তি বিল শান্তিপূণভাবে বাস্তবায়ন হবে। এই চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ সরকারের একটি কূটনৌতিক সাফল্য। আমরা আপনাদের সঙ্গেই আছি।’ রোববার সকাল ১০টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাথিয়াছড়ায় চালিরহাট মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে  একথা বলেন তিনি।

পঙ্কজ শরণ সিটের আইনশৃঙ্খলা স্বাভাবিক দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কিছু কিছু পত্রিকা বিভ্রান্তি ছড়াচ্ছে। চিন্তার কিছু নেই, আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।’ পঙ্কজ শরণ বলেন, ‘বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে যেসব দেশের স্বার্থ জড়িত সেসব দেশের সঙ্গে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। এই ইস্যুতে আমরা আলোচনা করেছি মার্কিন সরকারের সঙ্গেও।’ এসময় তার সঙ্গে ছিলেন- ভারতীয় ডেপুটি হাই কমিশনার সন্দিপ মিত্র, কুড়িগ্রামের সরকারি আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

সর্বশেষ আপডেটঃ ১:৩১ অপরাহ্ণ | মে ১০, ২০১৫