| রাত ৩:১৪ - শনিবার - ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২রা রমজান, ১৪৪৪ হিজরি

নেশার টাকা দিতে রাজি না হওয়ায় ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার, ১০  মে ২০১৫, রোববার: ময়মনসিংহে নেশার টাকা দিতে রাজি না হওয়ার ভাতিজার হাতে খুন হলেন চাচা সমীর দে (৪৫)। শুক্রবার রাত একটার দিকে শহরের কালিবাড়ি রোড়ের চুন্নু মিয়া বাইলেনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাতিজা  আকাশসহ তার বন্ধু সানিকে আটক করেছে। নিহত সমীর একই এলাকার প্রফুল্ল দের ছেলে। তিনি শহরের একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।  পুলিশ জানায়, নিহত সমীর মা-বোনদের নিয়ে কালিবাড়ি রোডের চুন্নু মিয়া বাইলেনে একটি ভাড়া বাসায় থাকতেন। রাত একটার দিকে আকাশ তার চাচা সমীরের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। এসময় সমিরের মা বোন টাঙ্গাইলে আত্মিয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।সমির দরজা খুলে দিলে আকাশ বাসায় প্রবেশ করে টাকা চায়, সমির টাকা দিতে অস্বীকার করলে ঘরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যেতে চাইলে সমীর বাধা দেয়। এসময় আকাশ (২০) ও তার বন্ধু সানি (২২) ধারালো অস্ত্র দিয়ে সমীরকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। রাতেই ঘটনাটি জানাজানি হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের এস কে হাসপাতালের পিছন থেকে বাসা থেকে চুরিকৃত মালামালসহ আকাশ ও সানিকে আটক করে।  কোতোয়ালি মডেল থানার এসআই শিবিরুল ইসলাম জানান, আটককৃত দুজনই পেশাদার ছিনতাইকারী ও নেশাখোর। গ্রেপ্তারের পর তার হত্যার কথা স্বীকার করেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:২৫ অপরাহ্ণ | মে ১০, ২০১৫