| রাত ১:৩৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তদবিরের জ্বালায় মন্ত্রণালয়ে থাকাটা কঠিন – মন্ত্রী ওবায়দুল কাদের

অন লাইন ডেস্ক | ১০  মে ২০১৫, রোববার,

তদবিরের জ্বালায় মন্ত্রণালয়ে থাকাটা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন  ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১০ মে) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ৮ লেনের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
সেতু মন্ত্রী জানান, আগামী নভেম্বরের মধ্যেই যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত ৮ লেন সড়কের কাজ শেষ হবে। বাংলাদেশের এটাই প্রথম ৮ লেন সড়ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া আগামী নভেম্বর- ডিসেম্বরের মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতি দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
মন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। এতদিন সীমান্ত চুক্তি লাল কার্পেটের নিচে চাপা ছিল। এরই মধ্যেই সীমান্ত চুক্তি হয়ে গেছে। বিএনপি এ চুক্তির পর মোদি সরকারকে ধন্যবাদ দিলেও অপর পক্ষকে (বাংলাদেশ সরকার) ধন্যবাদ না দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, নারায়ণগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী রোশনি ফাতেমা  প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৭ অপরাহ্ণ | মে ১০, ২০১৫