| দুপুর ১:০৬ - বুধবার - ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৬ই রমজান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে নার্সদের ঘন্টা ব্যাপী মানববন্ধন

শাহ আলম উজ্জ্বল,
‘‘ত্যাগের মহিমায় রহিব সমুজ্জল,সেবার প্রদীপ করিব প্রজ্জ্‌লন’’ এই শ্লোগানে ময়মনসিংহে নাসিং কলেজের শিক্ষার্থীরা চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিষ্টার্ড নার্সদের প্রথম শ্রেনী পদ মর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারী চাকুরীতে নিয়োগের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

ময়মনসিংহ নার্সিং কলেজের ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন, সুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আজ রবিবার সকালে শহরের সিকে ঘোষ সড়কে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের সভাপতি মকুল হোসাইন ও সুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ফারজানা আক্তার তুলি প্রমুখ। বক্তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন- আন্দোলন চলবে।#

সর্বশেষ আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | মে ১০, ২০১৫