| সকাল ১০:২৬ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় শাবল দিয়ে পিটিয়ে চাচাতো ভাইকে হত্যা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি, 
উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামে  শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে আপন চাচাতো ভাই রফিজ উদ্দিনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে শামসুদ্দিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় মুক্তাগাছা থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে।
তারাটি পূর্বপাড়া গ্রামের রফিজ উদ্দিনের সাথে আপন চাচাতো ভাই শামসুদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারীক কলহ হয়ে আসছে। ঘটনার দিন রফিজ উদ্দিন পানি পান করতে শামসুদ্দিনের পাক ঘরে যায়। এ সময় পেছন থেকে শামসুদ্দিন শাবল দিয়ে রফিজ উদ্দিনের মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতককে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম খন্দকার বলেন ঘটনার সাথে জড়িত ঘাতককে ধরা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৭ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫