| বিকাল ৩:৪৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও এক কৃষাণীর শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর উইনিয়নে। থানায় এজহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উজান চরনওপাড়া গ্রামের কৃষক মো: আবুল কালামের সাথে একই গ্রামের নজরুল ইসলাম ও নূরুল ইসলামের গংদের জমাজমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো। উক্ত আক্রোশে গত ৭ এপ্রিল নজরুল ইসলাম গংরা আবুল কালামের বাড়ি ঘরে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে আবুল কালামদের একটি ঘরে আগুন ধরিয়ে দিলে ঘর ও এর মধ্যে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় কৃষক আবুল কালামের স্ত্রী মর্জিনা খাতুন বাধা দিতে গেলে কৃষাণীকে মারধর ও টানা হেচড়া করে শস্নীলতাহানী ঘটায়।
বিষয়টি নিয়ে নূরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগটি কেটে দেয়।
ঈশ্বরগঞ্জ থানার এস আই সানোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে একটি এজাহার পাওয়া গেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫