শুটিংয়ে ফিরেছেন সালমান খান

অনলাইন ডেস্ক |৯ মে ২০১৫, শনিবার:
মানুষ হত্যা মামলার রায়ে ৫ বছরের জেল নির্ধারণ। এর একদিন পরই তা স্থগিত। এসব নিয়ে বলিউড সুপারস্টার সালমান খান বেশ ঝামেলার মধ্যেই ছিলেন কয়েকটি দিন। এখন বিপদ পুরোপুরি না কাটলেও কিছুটা তো স্বস্তি পেয়েছেন। তাই অনেকটা চিন্তামুক্ত হয়ে আবার কাজে ফিরেছেন তিনি। আজ থেকে আবার শুটিংয়ে যোগ দিয়েছেন এ তারকা। কাশ্মীরে ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিং চলছে। ভারতের মধ্যে তাকে অবাধে ঘোরার অনুমতি দেয়া হয়েছে। তাই আজ থেকেই কাশ্মীরে শুটিং শুরু করলেন ৪৯ বছর বয়সী এ অভিনেতা। গত বুধবার নিম্ন আদালত সালমানকে পাঁচ বছরের কারাদ- দিয়ে যে রায় দেন উচ্চ আদালত তা স্থগিত করেন শুক্রবার। একই সঙ্গে সালমানের আপিল মামলার পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত। এর পরই শুক্রবার বিকালে সালমান আত্মসমর্পণ করেন এবং ৩০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান। পরে নিজ বাড়িতে ফিরে যান তিনি।