| রাত ১:৫৫ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহ শহরে চোরের ছুরিকাঘাতে স্বর্ণ শিল্পী খুন, ২ চোর গ্রেফতার

শাহ আলম উজ্জ্বলঃ  ময়মনসিংহ শহরে গতরাতে চোরের ছুরিকাঘাতে স্বর্ণ শিল্পী খুন হয়েছে,হত্যার কাজে ব্যবহৃত চোরাসহ স্বর্ণশিল্পীর ভাতিজাসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শিব্বিরুল ইসলাম দৈনিক লোক লোকান্তরকে জানান শহরের ৬নম্বর কালিবাড়ি বাইলেনের স্বর্ণ শিল্পী সমীর চন্দ্র দে (৪৫) বাসায় গতরাতে (২টায়) চোর প্রবেশ করে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালানোর সময় সমীর চোরকে ধরে ফেলে এসময় চোরের সাথে ধস্তাধস্তিতে চোর সমীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সমীর চন্দ্র দে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে,রাতভর অভিযান চালিয়ে ভোরে শহরের কালিবাড়ি কবর খানা মনিদের পিছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহত সমীর চন্দ্র দে’র আপন ভাতিজা আকাশ চন্দ্র দে (২০) ও সানিকে (১৯) হত্যার কাজে ব্যবহৃত ৩টি ছোরা,চোরাই টাকা ও স্বর্ণ অলংকারসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা পেশাদার চোর ও ছিনতাইকারী এবং তাদের নামে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৪২ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫