অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনা নস্যাৎ, কিশোর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক |৯ মে ২০১৫, শনিবার:
অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শহরতলি থেকে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শহরে ৩টি বোমা বিস্ফোরণের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সদস্যরা। বাড়িতে বোমাগুলো তৈরি করা হয়েছিল বলে জানায় পুলিশ। পরিকল্পনাকারী ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী সোমবার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গতকাল মেলবোর্নের উত্তরাঞ্চলীয় ওই শহরতলির একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই কিশোরের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকা-ের প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত জিনিস কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার গ্রিনভেইল এলাকায় পুলিশ উদ্ধারকৃত তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ কর্মকর্তারা অভিযানে নামেন। প্রধানমন্ত্রী টনি অ্যাবট আজ বলেন, একটি বোমা হামলার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে থাকার যৌক্তিক তথ্য-প্রমাণ রয়েছে। পুলিশ অবশ্য ওই হামলার লক্ষ্যবস্তুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এর আগে অস্ট্রেলিয়ার বিশেষ একটি দিবসে হামলা পরিকল্পনার অভিযোগে গত মাসে মেলবোর্ন থেকে ৫ জনকে আটক করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে পরিচালিত সন্ত্রাসবিরোধী সবচেয়ে বড় অভিযানে আটক করা হয় ১৫ জনকে। গত মাসে মেলবোর্ন কর্তৃপক্ষ জানিয়েছিল, এক পুলিশ কর্মকর্তার শিরñেদের খবর রয়েছে তাদের কাছে। সেবার সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে ২ টিনএজ কিশোরকে গ্রেপ্তার করা হয়।