| সকাল ৮:১৪ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লোক লোকান্তর ডেস্কঃ  বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশীট দাখিলের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে আসলে পুলিশ বাধা দিলে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। বিরোধী দল নির্মূল করার জন্য সরকার যতবেশি নির্যাতন চালাবে বিরোধী দলের জনপ্রিয়তা তত বাড়বে। ভোটারবিহীন বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন ও চলমান সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহমেদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, সহ সাধারণ সম্পাদক রফিক খান, ফরহাদ আলী, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মাসুদ, মোঃ আলমগীর হোসেন, আজিজুল হক, মোজাম্মেল হোসেন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ। সুত্রঃ প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ আপডেটঃ ৫:৩৪ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫