| সকাল ৬:২৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ ইঞ্জিনীয়ারিং কলেজে খাদ্যে বিষ ও ভেজাল বিরোধী সচেতনামূলক সভা

লোক লোকান্তর ডেস্ক : খাদ্যে বিষ ও ভেজাল বিরোধী সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তোলতে গত কয়েক বছর ধরে বিবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে কালের কন্ঠ শুভসংঘ ময়মনসিংহ শাখা। সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে রয়েছে ‘আমরা হাতে গোনা কয়েকজন ময়মনসিংহবাসী’ সংগঠন। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এবার সচেতনতামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হলো ময়মনসিংহ ইঞ্জিনীয়ারিং কলেজে। গত ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে কলেজের ক্যাম্পাসে খোলা মাঠেই এ ব্যতিক্রর্মী মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সফল করার জন্য আন্তরিক ভাবে সহায়তা করেন কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘অনুরণন’ এর সদস্যরা।
দুপুর ৩টায় সভা শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন কলেজের ৩য় বর্ষের ত্বরিত প্রকৌশল বিভাগের শিক্ষার্থী এ. এম নাফিস ফুয়াদ সাকি। যৌথ ভাবে সভা পরিচালনা করেন অঞ্জণ দাস ও মোর্শেদুল হক রিয়াদ। সভায় মূল আলোচক ছিলেন শুভসংঘের ময়মনসিংহের উপদেষ্টা ও আমরা হাতেগোনা কয়েকজন ময়মনসিংহবাসী সংগঠনের আহবায়ক সাংবাদিক নিয়ামুল কবীর সজল। সভায় বলা হয় ‘খাদ্যের বিষ ও ভেজাল নিয়ে আমাদের দেশের শিক্ষার্থীদেরই সচেতন হতে হবে। এ বিষয়ে সচেতন হয়ে পরিবারের অন্যদের এবং সমাজের অসচেতন জনগোষ্টীকেও সচেতন করতে হবে। খাওয়া বাদ দিতে ফাস্ট ফুডের নামে জীবন বিনাশী খাবার। অসৎ ব্যবসায়িদের ঘৃণা করতে হবে, সম্ভব হলে প্রতিহত করতে হবে।’ সভায় একাধিক শিক্ষার্থী বলেন ভেজাল খাবার বিষয়ে তারা নিজেরা সচেতন, কিন’ বাধ্য হয়ে তারা এসব জীবন সংহারকারী খাবার খাচ্ছেন। শিক্ষার্থীরা বলেন, এঠি আজকে দেশে সামাজিক সমস্যা। তাই সকলকে যার যার অবস’ান থেকে এ বিষয়ে সোচ্চার ও সচেতন হতে হবে। শিক্ষার্থীরা এমন একটি মত বিনিময় সভা করার জন্য কালের কন্ঠের প্রতি কৃতজ্ঞতা জানান। সভায় যারা উপসি’ত ছিলেন এবং মতামত দেন এদের মাঝে উল্লেখযোগ্য হলেন মঞ্জুরুল হক, রোকন মিয়া, ফয়েজ আহমেদ জাকারিয়া, আবির মাসুদ, এসকেএফ রিপন, পূজা সরকার, জান্নাতুল মমতা হেনা, ফারিয়া রহমান তোরা, সানজিদা রিপা, সুশান্ত, আকাশ, শুভ, সাগর, আহসান, তাসিম প্রমুখ। কলেজের বিপুল সংখ্যাক শিক্ষার্থী এ মত বিনিময় সভায় উপসি’ত ছিল। সভাটি পরিচালনায় সহায়তা করেছেন শুভসংঘের মাসুম আহম্মেদ, আবু বকর সিদ্দিক মুকিত।

সর্বশেষ আপডেটঃ ৫:২৯ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫