| বিকাল ৫:৫৪ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধু পরিষদ তাড়াইল উপজেলা কমিটি গঠন

লোক লোকান্তর ডেস্কঃ   বঙ্গবন্ধুর চেতনায় উজ্জ্বীবিত হয়ে তাঁর অনুকরণীয় দেশপ্রেমবোধ সবার মধ্যে সঞ্চারিত হোক এ প্রত্যাশা নিয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো.মোস্তফা কামাল সভাপতি ও গণমাধ্যমকর্মী মো.আমিনুল ইসলাম ভূঞা বাবুলকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বঙ্গবন্ধুর চিন্তা ও আদর্শকে সঞ্চারিত করার লক্ষে বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. আরজ আলী (সাবেক অধ্যক্ষ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ) ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম (ব্যাংকার, সোনালী ব্যাংক লিঃ) এর যৌথ স্বাক্ষরে সম্প্রতি (৩ মে) ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ তাড়াইল উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ জলিল ভূঞা, দুলাল চন্দ্র সরকার, আলী হায়দার আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কদ্দুছ ভূঞা, মোঃ সোহরাব উদ্দিন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঞা কাঞ্চন, সাংস্কৃতিক সম্পাদক এড্‌ভোকেট জেসমিন আক্তার মনি, প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ ফখরুল ইসলাম, কোষাদক্ষ মোঃ সারোয়ার আলম খান ফেরদৌস।
সম্মানিত সদস্যরা হলেন, কামাল রেজা আব্দুল্লাহ, সহকারি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু ছিদ্দিক, মোঃ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক চৌধুরী মুকুল, প্রিয়তোষ দেবনাথ, মোঃ আবু ছালেক ভূঞা, মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুল কাদির, মোঃ হুমায়ুন কবির ভূঞা, মোঃ মতিউর রহমান ভূঞা মেনু, এএসএম শামসুল হুদা চৌধুরী, মোঃ আবু মোস্তাক ভূঞা, মোঃ আলা উদ্দিন ভূঞা, মোঃ আব্দুর রাজ্জাক, সাজিদুল ইসলাম ভূঞা সজল, শ্রী রতন চন্দ্র দাস, সৈয়দ টিপু সুলতান, মোঃ সুলতান উদ্দিন, শ্রী শংকর চন্দ্র পাল, মোঃ দুলাল মিয়া, প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মোঃ শহিদুল্লাহ, মোঃ আবদুল জলিল ভূঞা, আশরাফ উদ্দিন আহম্মদ বেদন, মোঃ রোমান খান, শ্যামদাস সরকার, মোঃ আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধ মোঃ লিয়াকত আলী, মাওলানা খাদেমুল ইসলাম, মোঃ আবুল হাসেম, মোঃ তোজাম্মেল হক, খোকন তালুকদার, মোঃ আব্দুল জলিল, মোঃ সাইকুল ইসলাম ভূঞা, মোঃ মামুন মিয়া ও মোঃ রহিম উদ্দিন খাঁ।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫