| সকাল ১০:৫২ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জিয়া প্রজন্ম দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোক লোকান্তর ডেস্কঃ গতকাল বিএনপির দলিও কাযলয়ে আলহাজ্ব নাছির উদ্দিন পিন্টুর আত্বার মাগফিরাত কামনা ও সুকাহত পরিবারের প্রতি সমবেদনা গেপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মির্জা ফারুক হোসেন, কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক রুহুল করিম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংঠানিক সম্পাদক ও ময়মনসিংহ জেলার সভাপতি সরকার মোঃ শিবলু মাহমুদ, ময়মনসিংহ জেলা সাংগঠানিক সম্পাদক এইচ ইমরান হাসান, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, আর্ন্তজাতীক বিষয়ক সম্পাদক মোঃ তুহিন মাহমুদ প্রমুখ। বক্ত্যারা তাদের বক্তবে বলেন আওয়ামী সরকার বিএনপির সকল নেতাদের কে দমন করতে না পেরে পুৃলিশ লীগের সহযোগিতা নিয়েছেন। তারা জানে যে শহীদ রাষ্টপতি জিয়ারউর রহমানের সৈনিকেরা কোনকিছুকে ভয় পায় না। তারা তাদের জীবনের বিনিময়ে হলেও গণতত্ন ফিরিয়ে আনবো। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সকল নির্দেশ দিবেন সকল কর্মসুচি মেনে চলবো। সকল রাজ বন্ধি দের নিংশতে মুক্তি দিতে হবে ।

সর্বশেষ আপডেটঃ ৫:২০ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫