| রাত ৮:১৮ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘ডিজিটাল মামা’ নোবেল !

অনলাইন ডেস্ক |৯ মে ২০১৫, শনিবার:

সেলফোন কোম্পানি রবির নতুন তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন চিরসবুজ মডেল তারকা নোবেল। এ প্রতিষ্ঠানের ইন্টারনেট প্যাকেজের নতুন তিনটি অফারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দর্শক সমাদৃত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আগামীকাল থেকে বিটিভিসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিনটি বিজ্ঞাপনই একে একে প্রচারে আসবে বলে জানান নোবেল। উল্লেখ্য, নোবেল রবির সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে হেড অব এন্টারপ্রাইজ বিজনেস হিসেবে কর্মরত। যে প্রতিষ্ঠানে চাকরি করছেন  সেটারই  প্রচার এবং প্রসারে নিজে মডেল হওয়া প্রসঙ্গে নোবেল বলেন, শুরুতে যখন রবির মার্কেটিংয়ের সবাই আমাকেই মডেল হিসেবে কাজ করতে উৎসাহ দেন, তখন ভাবলাম আদৌ করা ঠিক হবে কিনা। পরে ভেবে দেখলাম যেহেতু আমি এখানে চাকরি করছি, তাই আমারই উচিত প্যাকেজগুলো সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো। আমি সম্মতি জানালে রবির ব্র্যান্ড টিম খুব উচ্ছ্বাস প্রকাশ করে। ফারুকীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। নিঃসন্দেহে তিনি অসাধারণ একজন বিজ্ঞাপন নির্মাতা। তার সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। তিনি আমাকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন, যা আমার জন্য সত্যিই অনেক ভাল লাগার। নোবেল জানান, বিজ্ঞাপনটিতে তাকে ‘ডিজিটাল মামা’ হিসেবে দেখা যাবে। এর আগে এ ধরনের বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৫:০৭ অপরাহ্ণ | মে ০৯, ২০১৫