সেন্সরে যাচ্ছে ‘পদ্ম পাতার জল’

অনলাইন ডেস্ক |৯ মে ২০১৫, শনিবার:
ইমন-মিম অভিনীত ছবি ‘পদ্ম পাতার জল’ চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদশে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হচ্ছে। ছবির পরিচালক তন্ময় তানসেন এমনটাই নিশ্চিত করেছেন। তিনি জানান, সব ঠিক থাকলে আগামী রোজার ঈদকে উপলক্ষ করে এটি মুক্তি দেওয়া হবে।
তন্ময় বলেন, ‘ছবিটির দৃশ্যধারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেটির পূর্ণাঙ্গ রূপচিত্র দেওয়ার জন্য সম্পাদনাতেও থাকছে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া। এর জন্য ট্রাইপড স্টুডিও তৈরি করা হয়েছে। আর এর সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা সম্পাদক সামীর আহমেদ।’
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দৃশ্যধারণ করা ‘পদ্ম পাতার জল’কে চলতি বছরে অন্যতম ব্যববহুল ছবি হিসেবে ধরা হচ্ছে। এর কাহিনী ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান ও আবু হেনা রনিসহ অনেকে।