সাংবাদিকদের সাথে হালুয়াঘাট এডিপির মত বিনিময়

আনছারুল হক রাসেল ঃ আজ ৮ মে শুক্রবার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয়ে শিশু মৃত্যুহার শূন্যের কোটায় নামিয়ে আনার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হালুয়াঘাট এডিপি মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি প্রভাষক খালেদ আহমদ শামসুল আলম পনির। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থাপক আব্রাহাম লিংকন। দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন, এশিয়ান টিভির হালুয়াঘাট প্রতিনিধি এ.কে.এম শামসুল ইসলাম, দৈনিক দিনকাল প্রতিনিধি মোহাম্মদ আবদুল আউয়াল, দৈনিক দিগন্ত বাংলার হালুয়াঘাট প্রতিনিধি আব্দুল হক লিটন, দৈনিক লোক লোকান-র প্রতিনিধি আনছারুল হক রাসেল, দৈনিক মানব কণ্ঠ পত্রিকার সাংবাদিক মিছবাহুল আলম, আলোকিত ময়মনসিংহ এর হালুয়াঘাট প্রতিনিধি শহীদুল ইসলাম ও কুলদীপ কৌশিক সরকার রানা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর হালুয়াঘাট ব্র্যাঞ্চ ইনচার্জ ইসমাইল হোসেন, প্র্যাকটিক্যাল ইংলিশ লার্নিং হোম এর পরিচালক মাহ্ফুজ আহমেদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন হালুয়াঘাট এডিপির স্বাস্থ্য প্রকল্পের সহকারী সুমন মিয়া ও মজনু মিয়া।