গফরগাঁওয়ে কিশোরের ৬ টুকরো লাশ উদ্ধার

আজহারুল হক, গফরগাঁও
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের (১২) মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে গফরগাঁও উপজেলার চারিপাড়া গ্রামে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা মেইল ট্রেনটি (৪৯ আপ) গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে। গেইটম্যান কাজল মিয়া জানান, ট্রেনের হুকে বসে থাকা কিশোর হঠাৎ ট্রেনের নিচে পড়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর গিয়ে দেখি ওই কিশোরের মরদেহ ৬টুকরো হয়ে পড়ে আছে। গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।