| সকাল ৭:৪৩ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী খুন

ধামরাইয়ের আজ শুক্রবার ভোর রাতে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী। এলাকাবাসী ওই খুনী স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় পুলিশ আজ দুপুরেই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার হত্যার ঘটনাটি নিশচিত করেছেন। জানা গেছে, ধামরাইয়ের জালসা রাধানগর গ্রামের শাহজাহান (৪৫) এর স্ত্রী জুলেখার (৪০) অনুপস্থিতিতে গতকাল তার লম্পট স্বামী শাহজাহান একই গ্রামের সুরাইয়া নামে এক মধ্যবয়সী মহিলার সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। বাড়িতে ফিরে  স্ত্রী জুলেখা তাদের অনৈতিক মেলামেশা অবস্থায় ধরে ফেলে। পরে মহিলা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী জুলেখা তার স্বামীকে এ ধরনের নোংরা কাজ থেকে বিরত থাকতে বলেন। এ ঘটনা  নিয়ে রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি ফাঁস হওয়ার ভয়ে শাহজাহান স্ত্রী জুলেখাকে গলাটিপে হত্যা করে এবং ওই সময়ই প্রতিবেশীদের ডেকে নিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। তার কথাবার্তায় সন্দেহ হলে রাতেই গ্রামবাসীরা তাকে আটকিয়ে রাখে এবং আজ দুপুরে তাকে পুলিশে সোর্পদ করে। ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আশরাফ উদ্দিন খান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | মে ০৮, ২০১৫