| সন্ধ্যা ৭:১৯ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হেলিকপ্টার বিধ্বস্তে ফিলিপাইন এবং নরওয়ের রাষ্ট্রদূত নিহত

পাকিস্তানের নাল্টার উপত্যকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটিতে নিযুক্ত ফিলিপাইন ও নরওয়ের রাষ্ট্রদূত নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মারা গেছেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া রাষ্ট্রদূতের স্ত্রীরাও। আইএসপিআর’র মেজর জেনারেল অসীম বাজওয়া এক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় মারা গেছেন হেলিকপ্টারটির দুইজন পাইলটও।

নাল্টার উপত্যকার কাছে একটি স্কুলে অবতরনের সময় পাক সেনাবাহিনীর এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পাক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরী অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কেন জরুরী অবতরণ করছিল তা উল্লেখ করা হয়নি।

পাকিস্তানের ওই এলাকায় পর্যটকদের জন্য একটি লিফট স্থাপন প্রজেক্টের উদ্বোধন করার কথা ছিল ওই দুই রাষ্ট্রদূতের। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হেলিকপ্টার বিধ্বস্তের কথা শুনে তার বিমান ফেরত আসে।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৪:০৬ অপরাহ্ণ | মে ০৮, ২০১৫