| সকাল ৭:১৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা প্রেক্ষিত গোল টেবিল বৈঠক

শহর সংবাদদাতা :ময়মনসিংহ জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গত ৭ মে সকাল ১১টায় শিশুর মৃত্যুর হার শূন্য কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে “একসাথে আমরা প্রতিরোধযোগ্য, শিশু মৃত্যু নির্মূল করতে পারি” এ শ্লোগানকে সামনে নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ময়মনসিংহ পৌর সভার আয়োজনে গ্লোবাল উইক অব এ্যাকশন ২০১৫ উপলক্ষে ‘পরিষ্কার – পরিচ্ছন্নতা ও আবর্জনা : প্রেক্ষিত ময়মনসিংহ শহর শীর্ষক’ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা ও আবর্জনা : প্রেক্ষিত ময়মনসিংহ শহর শীর্ষক’ গোল টেবিল বৈঠকে সাংবাদিক নিয়ামুল কবির স্বজল এর উপস’াপনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গ্রেটার ময়মনসিংহ ফিকেশন রিজিওনাল ডিরেক্টর ডমিনিক রঞ্জন পিউরি এর সভাপতিত্বে শহরের নানান সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল আহাদ, সাংবাদিক আতাউল করিম খোকন, ড. মেজর মোঃ শাহাব উদ্দীন, প্রফেসর জহিরুল ইসলাম ভূইয়া, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক এএইচএম মোতালেব, পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর ফারুক হাসান, কাউন্সিলর রোকসানা শিরিন, ডা: জয়ন-, পৌর স্যানিটারী ইন্সিপেক্ট্রর দীপক মজুমদার, এনজিও কর্মকর্তা শিশির রায়, তাসলিমা আক্তার, হৃদয় প্রমূখ বক্তব্য রাখেন। ‘পরিষ্কার- পরিচ্ছন্নতা ও আবর্জনা : প্রেক্ষিত ময়মনসিংহ শহর শীর্ষক’ গোল টেবিল বৈঠক অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস’াপনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. এম.এ. ফারুখ । এর আগে ময়মনসিংহ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে ময়মনসিংহ আকুয়া হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গ্লোবাল উইক অব এ্যাকশন ২০১৫ উপলক্ষে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদশন করা হয়। এতে উপসি’ত ছিলেন ময়মনসিংহ এডিপি এর ম্যানেজার চৈতালী রেমা, প্রজেক্টর অফিসার ডা: দুলাল পন্ডিত, লাইভলিহুড, সিকিউরিটি ম্যানেজার লিনা জাম্বিল, জিনিয়া গ্লোরিয়া মং সহ স’ানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্কুলের শিক্ষক/শিক্ষকা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫