| সকাল ৬:৫১ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জেলা প্রশাসনের নির্দেশে ফুলবাড়ীয়া পৌর কাউন্সিলর বুলুর জুয়ার আসরে অভিযান

ফুলবাড়িয়া ব্যুরো অফিস : ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর নির্দেশে বুধবার (৬মে) রাত ৮টার দিকে ফুলবাড়ীয়া পৌর এলাকার আলোচিত আখালিয়া নদীর পাড় ৩নং ওয়ার্ড কাউন্সিলর ছফর আলী বুলুর ‘জুয়া খেলার স্থাপনায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে ঐ গৃহটির বেড়া ভেঙ্গে তছনছ করে একটি মোটর বাইক ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বছরের পর বছর যাবত এ জুয়ার আসরে কড়ি, পট ও তাস দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হত। ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের নেতৃত্বে বিজিবি উপসি’তির টের পেয়ে জুয়ারোরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি সদস্যরা নম্বর বিহীন একটি পালসার মোটর বাইক আটক করে এবং কড়ি ও তাস উদ্ধার করে পুড়িয়ে ফেলে। এই অভিযানের পর স্থানীয় লোকজনের মধ্যে স্বসিত্ম ফিরে আসে। অপরদিকে লাহেড়ীপাড়া খালপাড় স্থায়ীভাবে ঘর উত্তোলন করে যে জুয়ার আসর চলছিল- আখালিয়া নদীর বুলুর জুয়ার আসরে অভিযান চলছে এ খবর পেয়ে খাল পাড় ঐ গৃহে তালা লাগিয়ে জুয়ারো চলে যায়। স্ব-স্ব এলাকাবাসীর দাবী এই দুটি স্থায়ী জুয়া খেলার আসর আবার যেন জুয়া খেলা শুরম্ন না করতে পারে সে দিকে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। পরে মধ্যবাজার ও মেইন রোড থানার সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৮ অপরাহ্ণ | মে ০৭, ২০১৫